১। জনসাধরণের মাঝে বিক্রয়/ বিতরণের জন্য চারা উত্তোলন।
২। প্রান্তিক ভূমিতে (সড়ক ও জনপথ,বাঁধ, সংযোগ সড়ক ও চর এলাকা) বনায়নের জন্য চারা উত্তোলন।
৩। সরকারী/বে-সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বনায়নের জন্য চারা উত্তোলন।
৪। চারা উত্তোলনের জন্য মা গাছ নির্বাচন, বীজ সংগ্রহ ও সংরক্ষন।
৫। স্থানীয় ইউ, পি চেয়ারম্যান, ভূমি মালিক সংস্থার সহিত পরামর্শ ক্রমে সামাজিক বনায়নের স্থান নির্বাচন।
৬। স্থানীয় ভূমিহীন, দরিদ্র, বিধবা, ও পার্শ্ববর্তী বসবাস কারীদের মধ্যে হইতে উপকার ভোগী নির্বাচন ও সমিতি গঠন।
৭। নির্বাচিত উপকার ভোগীদের কে চারা উত্তোলন, বাগান সৃজন, লভ্যাংশ বন্টন ও পরিবেশ উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান।
৮। স্থানীয় আগ্রহী জনগনকে নার্সারিতে চারা উত্তোলন, বাগান সৃজন ও পরিবেশ সংরক্ষণ মূলক তথ্য প্রদান।
৯। বাগান রক্ষনাবেক্ষণ পরিচর্যা, ডাল পালা ছাটাই কাজে উপকার ভোগীদের সম্পৃক্ত ও জ্বালানি প্রদান।
১০। মেয়াদ উত্তির্ন বাগানের লভ্যাংশ বন্টন।
১১। করাত কল পরিচালনার জন্য সরকারিবিধিমালা অনুযায়ী লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য আবেদন গ্রহন এবং যাচাইকরত সুপারিশ সহ জেলা কমিটিতে প্রেরণ।
১২। বৃক্ষ ও পরিবেশ সংরক্ষন ও উন্নয়নে পরামর্শ প্রদান এবং উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস